Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সড়ক ও জনপথ অধিদপ্তর এর আওতাধীন খুলনা জোন, খুলনার মানসম্পন্ন, নিরাপদ ও টেকসই মহাসড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামো বিনির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গত তিন অর্থবছরে অত্র জোন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (খুলনা জোন), পিএমপি (সড়ক), পিএমপি (সেতু/কালভার্ট) ও পিএমপি (মাইনর) খাত হতে জাতীয়, আঞ্চলিক এবং জেলা মহাসড়ক মিলিয়ে সর্বমোট (উন্নয়ন ও অনুন্নয়ন খাতে) ১৩২০.০৪৫ কিলোমিটার মহাসড়কের সার্ফেসিং (ওভারলে, কার্পেটিং ও সীলকোট), ১৭৬.৭৭ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ/পূনঃনির্মাণ, ৪৬৬.১০৫ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরন, ৫৭১.৮৯ কিলোমিটার মহাসড়ক মজবুতিকরন এবং ২৯৭৫.৮৫ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণ করা হয়েছে।